কে কে ওরফে কৃষ্ণকুমার কুন্নাথ, এই নামটা জানেন না এরকম বাঙালি কেন ভারতীয়ও খুঁজে পাওয়া দুষ্কর! ভারতের বাইরেও পৃথিবী জুড়েও ছড়িয়ে রয়েছে কে কে’র ভক্ত। দুঃখে, আনন্দে, প্রেমে, অপ্রেমে অসংখ্য মানুষের প্লে লিস্টের নিয়মিত এই নাম, কে কে।
Singer KK is back to singing in Bengali films after years. This time, he has recorded a song with composer Savvy for Kamaleswar Mukherjee’s next, Password. Written by Soham Majumder, the song,
পাসওয়ার্ড' ছবিতে পাঁচটি গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে দেব, রুক্মিণী, পরমব্রত চট্টোপাধ্যায়, পাওলি দাম ও নবাগত আদৃতকে। এর আগে 'নুরজাহান' ও সম্প্রতি 'প্রেম আমার ২' ছবিতে অভিনয় করেছেন তিনি।
দেবের ফ্যানদের জন্য সুখবর। এবছরের শেষে ব্যাক টু ব্যাক দু’টি সিনেমা আনছেন দেব। তবে দু’টি ছবিতেই যে তিনি অভিনয় করছেন এমন নয়। একটি ছবিতে তিনি সশরীরে থাকবেন।