সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিন দুয়েক আগে মুক্তি পেয়েছে দেবের নতুন ছবি ‘হইচই আনলিমিটেড’-এর টিজার। আর দু’দিনের মধ্যেই এক লক্ষেরও বেশি মানুষ দেখে ফেলেছে ট্রেলারটি। এতেই স্পষ্ট এবার পুজোয় আরও একবার দর্শকদের মন জয় করতে প্রস্তুত সুপারস্টার দেব।
হইচই আনলিমিটেড’ ছবিটা কেন দেখবেন দর্শক? নায়ক দেবের উত্তর, ‘কারণ ছবিটায় একটা অসাধারণ গল্প রয়েছে। শাশ্বত, খরাজ, পূজা, কৌশানী, কনীনিকা, অর্ণ এমন দারুণ কাস্টিং নিয়ে আগে ছবিও হয়নি।
Bright blue skies, smooth roads and eye-catching architecture... shooting in Uzbekistan for Tolly heart-throb Dev’s film Hoichoi Unlimited threw up loads of happy vibes, bonding time, picture-perfect frames and rides in cars and airplanes for the cast.
দুর্গা পূজা মানেই বড় পর্দায় একাধিক নতুন ছবির মুক্তি। এবারও দুর্গা পূজা উপলক্ষে বড়পর্দায় ৬টি নতুন ছবি মুক্তি পাচ্ছে। এই ছবিগুলোর মধ্যে দেব এর হৈচৈ আনলিমিটেড অন্যতম